আলোকিত ডেস্ক : তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, এই দেশের মাটি থেকে গড়ে উঠা আওয়ামী লীগ দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছে। এই দলের সাথে গণমানুষের ত্যাগ ও স্বপ্নের সম্পর্ক আছে। ।
তিনি দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা সরকারের শেকড় জনগনের হৃদয়ে গাঁথা তাই কোন ষড়যন্ত্র সফল হয়নি ও হবেনা। তিনি সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের সুদৃঢ় ঐক্য গড়ে তোলার জন্য আহবান জানান।
শনিবার (২০ জুলাই) গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুল মোতালেব, মো: শফিক, সহ-সভাপতি শফিউল আলম, এম এ ঈছা, নুরুল হুদা, এস এম সৈয়দুল আলম, রুস্তম আলী, সাইদুর রহমান খোকা, আবদুর রউফ, সফিকুল আলম, মনুসর আলম বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, এস এম জাকারিয়া, সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, নুর হোসেন, শেখ শহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, রিদোয়ানুল হক টিপু, সাইফুল ইসলাম, আবদুল মান্নান রানা, আবু হেনা মোস্তফা কামাল, সম্পাদক মন্ডলীর সদস্য ওয়াশিম মুরাদ, মো মোশাররফ হোসেন, মোস্তফা কামাল, আবদুছ ছোবাহান, জনর্ধন চৌধুরী রঘু, শফি তালুকদার, শাহাজাদা মিজানুর রহমান, আবুল মনসুর সিকদার, এস এম ইয়াছির, তিষান সেনগুপ্ত, আবদুল কাদের, নুরুল আমিন খান, সেকান্দর আলম বাবর, ইকবাল হোসেন তালুকদার, জাহাঙ্গীর আলম, এস এম দেলোয়ার হোসেন হাসান প্রমুখ।