নগর প্রতিবেদক :
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৪তম ওরশ শরীফ উপলক্ষে লেখক ডা. বরুণ কুমার আচার্য রচিত ‘তুমি আছো বলেই’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর তনয় শাহজাদায়ে রাহবারে আলম সৈয়দ আহমদ মুনতাজির জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচনকালে বলেন, একজন লেখক বিভিন্ন শৈলীর বিকাশ করেন তাঁর লেখনীর মাধ্যমে। যেটি আমরা বই আকারে পাই। তাই সবচেয়ে ধ্রুবক বন্ধু হচ্ছে বই। বই যত পড়বেন তত বেশি জানতে পারবেন, তত বেশি শিখতে পারবেন।
ডা. বরুণ কুমার আচার্যের লেখা ‘তুমি আছো বলেই’ বইটি পড়ে মনে হয়েছে এর প্রতিটি শব্দাংশ যেন একটি স্ফুলিঙ্গ, যা থেকে সাহিত্যের সাথে মানুষের মননে এক প্রকার সাঁকোর সৃষ্টি করেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আসিফ, মো. মাসুদ প্রমুখ।