তাসিনকে বাঁচাতে পিতার আকুতি

0
585

অনলাইন ডেক্স : বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী নজির আহমদ বাড়ীর মোহাম্মদ এমরানের ছেলে মো. আসাদ হোসেন তাসিন হৃদরোগে আক্রান্ত । তাসিনের বয়স সাড়ে ৪ বছর।

বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন তাসিনের হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। যা চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব।

তাসিন বর্তমানে কার্ডিওলজিষ্ট ডা.নুরুল আমিন চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তাসিনকে সারিয়ে তুলতে চিকিৎসার ব্যয়বহন করা পোল্ট্রি ফার্মে কর্মরত পিতার পক্ষে সম্ভব হচ্ছে না।

তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাসিনের পিতা মো.এমরান।

সহযোগিতা পাঠানোর জন্য ০১৮৮-৩১৫৪৭০০(বিকাশ),০১৮৮-৩১৫৪৭০০(নগদ)।

এবি/আরডি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here