সম্প্রীতি, শুভ্রতা, সর্বব্যাপিতার মন্ত্র নিয়ে আত্মশুদ্ধি চেতনায় তারুণ্যোদ্দীপ্ত যুব সংগঠন “তাজকিয়া” র কেন্দ্রিয় ৩য় কনভেনশনে সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম সম্পাদক আবু সালেহ সুমন।
এছাড়াও আংশিক ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন জয়নাল আবেদীন জয়, যুগ্ম সম্পাদক যথাক্রমে সাজ্জাদ হোসেন ও কৌশিক সাইমন শুভ এবং সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।
গত ২০ সেপ্টেম্বর সংগঠনটির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৩য় কনভেনশন হামজারবাগ হক ভাণ্ডারী খানখাহস্থ এস,জেড,এইচ,এম ট্রাস্ট অডিটোরিয়ামে সাবেক সভাপতি এইচ,আর মেহবুব জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর কেন্দ্রিয় পর্ষদের সহ-সভাপতি অধ্যাপক এ,ওয়াই,এম জাফর, সংগঠনটির উপদেষ্টা এবং সাবেক সভাপতি প্রকৌশলী আবু নাসের নুর অন্তু, মাওলানা শায়েস্তা খান আল আযহারী,মীর তরিকুল আলম, আসিফ আমান শাফায়াত, শওকত হোসাইন, এইচ.এম রাশেদ খান।
জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া কনভেনশনে সঞ্চালনায় ছিলেন ফয়েজুল ইসলাম।