আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুন্য নির্ভর সংগঠন #তাজকিয়া‘র উদ্যোগে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা (এইচএসসি) পরীক্ষা সম্পন্নকৃত শিক্ষার্থীদের নিয়ে “বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক” শীর্ষক সেমিনার চট্টগ্রামের দক্ষিন, মহানগর ও উত্তরে আয়োজন করতে যাচ্ছে যথাক্রমে ১৪ জুন, ১৮ জুন ও ২১ জুন।

সেমিনারের বিষয়বস্তু-
★বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তথ্য
★ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং
★ ক্যারিয়ার সংক্রান্ত বিষয়াদি

গ্রামীণ জীবনের নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে উচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশকে আলোকিত গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে উক্ত সেমিনার কিছুটা হলেও সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

চট্টগ্রাম (দক্ষিন)
তারিখঃ ১৪ জুন রোজ শুক্রবার
আরম্ভঃ সকাল ০৯ঃ৩০ ঘটিকায়
স্থানঃ- শাকপুরা পাইলট প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠ, বোয়ালখালী, চট্টগ্রাম।
যোগাযোগঃ- ০১৮৪৯-৫০৮১০৬

চট্টগ্রাম (মহানগর)
তারিখঃ ১৮ জুন রোজ মঙ্গলবার
আরম্ভঃ বিকাল ০৩ঃ০০ ঘটিকায়
স্থানঃ- এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তন, ডিউ উদয়ন (১৩ তলা), খাজা রোডের উত্তর প্বার্শে, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম।
যোগাযোগঃ- ০১৮২৮-৪৪৭৯৮৩

চট্টগ্রাম (উত্তর)
তারিখঃ ২১ জুন রোজ শুক্রবার
আরম্ভঃ সকাল ০৯ঃ৩০ ঘটিকায়
স্থানঃ- জাগৃতি ক্লাব মিলনায়তন, কলেজ গেইট, হাটহাজারী, চট্টগ্রাম।
যোগাযোগঃ- ০১৭৫৪-৩৬৬৯২০

ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপঃ-

“Public University Admission Hints” Conducted by Tajkia
Link→ https://www.facebook.com/groups/2350033601724761/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here