বোয়ালখালী আহলা দরবার শরীফ এর ঐতিহ্যবাহী আধ্যাত্বিক তরিকত ভিত্তিক সুফী সংগঠন “তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ”র কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় ঢাকায় মহান জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও সেমিনার অনুষ্ঠিত হয়।
গত ২০ অক্টোবর (বুধবার) টঙ্গি ও ঢাকায় এই মহান পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে ছদারত ও আখেরি মোনাজাত করেন পীরে তরিকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম (ম.)
উক্ত মহতি মাহফিলে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্ব মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। ঢাকা মহানগর দঃ সহ সভাপতি শরফুদ্দীন আহমদ সেন্টু। ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলরবৃন্দ, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও ভক্ত আশেকান।
আহলা দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ উক্ত মহতি জুলুস ও সেমিনার সফল করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।