প্রতিনিধি : বোয়ালখালীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন,জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্ত্রসহ ব্যবহৃত একটি প্রাইভেট সিএনজি অটো রিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরখিজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুইটি রাম দা, একটি কাটার, লোহার রড, প্লাস ও আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেট সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো- দ-০২-৩০০১)জব্দ করা হয়েছে।

জব্দ সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো- দ-০২-৩০০১)
জব্দ সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো- দ-০২-৩০০১)

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর বায়েজিদ থানার চালিতাতলি দারোগাবাড়ির মৃত নুর আলমের ছেলে মো. বখতেয়ার উদ্দিন রুবেল (৩২), নোয়াখালী জেলার হাতিয়ার ভয়ারচর ৩নং ওয়ার্ডের মৃত আজাদ হোসেনের ছেলে মো. আলতাফ (৩৫) ও রাউজান উপজেলার গহিরা তোয়াই নগরের মনসুর সিদ্দিকীর ছেলে ইমতিয়াজ উদ্দিন সুমন (২৮)। আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here