‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকেট প্রকাশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডাকটিকেট, খাম ও বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়।
জানা গেছে, ‘বঙ্গবন্ধু’ উপাধির সুবর্ণজয়ন্তীতে প্রতিটি ১০ টাকা মূল্যমানের দুটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজীবুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব নজীবুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব অশোক কুমাড় বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমাড় মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটোলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিডিও/প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকেট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা করা আছে।
অস্ট্রেলীয় ডাকটিকিটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিচ্ছবি
অস্ট্রেলিয়ান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি সম্বলিত পৃথক দুটি ডাকটিকিট সরকারিভাবে প্রকাশ করেছে।
রোববার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক টিকিটের মূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারকে প্রয়োজনীয় সব রকম সহায়তা প্রদান করেছে।