অনলাইন ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হার দিয়ে শুরু করে, এখন পর্যন্ত প্রত্যাশামাফিক খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ডার্ক হর্স হিসেবে প্রতিপক্ষ দলগুলোকে চমকে দেয়ার কাজটা ভালোই করছে ওয়েস্ট ইন্ডিজ।
সাউদাম্পটনের রোজ বোলে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আগে ব্যাট করতে নামবে প্রোটিয়ারা।
এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের খাতাই খুলতে পারেনি তারা। হেরেছে ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের কাছে। অন্যদিকে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করার পর, অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও বুউরান হেন্ড্রিক্স।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, শেই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলি নার্স, কেমার রোচ, শেলডন কটরেল ও ওশান টমাস।