নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার তাপস কুমার রায়কে নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি বোয়ালখালীর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) অডিট কার্যক্রম উপলক্ষে জেলা রেজিস্ট্রার বোয়ালখালীতে আসেন।
এসময় নিকাহ রেজিস্ট্রারদের সাথে বিবাহ নিবন্ধন ও রেজিস্ট্রি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা, পরামর্শ ও আলোচনা করেন তিনি।
বাল্য বিবাহ বন্ধের লক্ষ্যে কনের স্থানীয় নিকাহ রেজিস্ট্রার বাধ্যতামূলক ও নিবন্ধন কার্যক্রম অফিসমূখী করার ব্যাপারেও আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ওবাইদুল হক হক্কানী, সেক্রেটারি কাজী মাওলানা তমিজ উদ্দিন, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, কাজী মাওলানা নেজাম উদ্দিন, কাজী মুহাম্মদ মিজানুর কাদের, কাজী মোহাম্মদ আব্দুল জলীল, কাজী, কাজী মোহাম্মদ আব্দুল খালেক কাদেরী, কাজী মুহাম্মদ ফরিদ উদ্দিন, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আবু সালেহ ও মাওলানা আবু সাহেদ কাদেরী।