আলোকিত ডেক্স : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম.জহিরুল আলম জাহাঙ্গীর স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

বিবৃতিতে বলা হয়, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রায় ৩ কোটি টাকার প্রকল্পের টেন্ডার সিডিউল বিক্রি না করে উপজেলা প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে নিজের পছন্দের লোকদের কাছে সিডিউল বিক্রি করে টেন্ডার নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদের হস্তেক্ষেপে ১২টি সেতু নির্মাণ কাজের বিপরীতে ২৮২টি টেন্ডার সিডিউল বিক্রি হওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত না হয়ে সরকার লাভবান হন।

তাই প্রকল্প কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে জেলা আওয়ামী লীগ সভাপতির সম্মান ক্ষুন্ন করতে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন।

এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, পৌরসভা আ’লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন, শেখ শহিদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, সাধারণ সম্পাদক ওসমান গণি, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান খোকা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শামীম আরা বেগম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাইদুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি এম.ইউছুপ রেজা সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here