
আজ ৫ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের কার্যালয়ে জেনারেল কেয়ার ফর রুরাল স্টুডেন্টস্ এর পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চসিক মেয়র জনাব রেজাউল করিম এ প্রতিষ্ঠান দীর্ঘ ১৪ বছর ধরে গ্রামীণ দরিদ্র শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বহুমূখি সেবভ কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। যা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এ কার্যক্রম বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিএইচসিআরএস- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আশীষ কুমার চৌধুরী, কোষাধাক্ষ্য প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী এবং সেক্রেটারী মো.তাজুল ইসলাম রাজু।
অনুষ্ঠানের শুরুতে জনাব রেজাউল করিম চৌধুরী কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানপত্র প্রদান করা হয়।