জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এবার ১১ হাজার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১২ জনের ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ।

বুধবার (২৯ জানুয়ারি) শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন নাথ বলেন, উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে গ্রেড পরিবর্তন হয়েছে ১৬৮ জন পরীক্ষার্থীর। এছাড়া ফেল থেকে পাস করেছে ৪২ জন পরীক্ষার্থী এবং পাস করতে না পারলেও নম্বর পরিবর্তন হয়েছে ১ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।

এবারে ১১ হাজার ২৪ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ১৪ হাজার ৫৮৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here