মানবতার উজ্জল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর সুযোগ্য উত্তরসূরী, দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈদয় মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর নির্দেশনায় দুঃস্থ মানবতার সেবায় এলাকায় যারা বিভিন্নভাবে আর্থিক অসচ্চলতায় দিনাতিপাত করছে তাদের খুঁজে বের করে তাদের পাশে দাড়ানোর জন্য।

গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৩৩তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে এক প্রস্তুতি সভা ও সংগঠনের সদস্যদের বিবাহের জন্য আর্থিক সহয়তা প্রদান এবং সংগঠনের কমিটি নবায়নের সভা সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে ও মনিটরিং অফিসার ধীমান দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ফটিকছড়ির জোনের সমন্বয়ক আলহাজ্ব হাফেজ আবুল কাশেম, মাস্টার কবির আহমদ, মো. জয়নাল আবেদীন জুলু, মোহাম্মদ ইমাম হোসেন, মোহাম্মদ নুরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক সাংবাদিক সমীর কান্তি দাশ।

আরো বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি টিটু চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক অমর শর্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বসু মল্লিক, সাবেক উপদেষ্টা মাষ্টার বাদল কান্তি দাশ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অভি বসু মল্লিক, নির্বাহী সদস্য সুজিত চক্রবর্তী। এতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, কাশ্মিরি দাশ, প্রিন্স দাশ, অনুপম তালুকদার, কৃষ্ণ বৈদ্য, সোনারাম আচার্য, শিবু ভট্টাচার্য, মানিক বড়ুয়া, ঝন্টু শীল, সুজন শীল, সোমা গুহ, জুই রায়, আবু বড়ুয়া, সংগীতা শীল, অর্চ্চনা রানী আচার্য, তুর্ণা আচার্য, ঝুমুর সর্দার, রুবেল সর্দার, বাপলা সর্দার, টিস্যু শীল, সুমন মালাকার, অর্পি দাশ, নিলু দাশ, রুবেল দাশ, জুয়েল দাশ প্রমূখ।

অনুষ্ঠান শেষে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল।

সভায় সংগঠনের সদস্যদের বিবাহের জন্য ও পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ মরমী সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কাওয়াল সৈয়দ আরমান হোসেন ও অগ্নি নীলা শর্মা দিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সকল সদস্যবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here