আন্তর্জাতিক ডেস্ক :
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) পুলিশ বাংলাদেশী প্রবাসী জাবেদকে খুঁজতে হুলিয়া জারি করেছে। তার সন্ধানে একটি ঘোষণা জারি করেছে আরওপি।
আরওপি-র অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “রয়্যাল ওমান পুলিশ ঘোষণা করেছিল যে একজন বাংলাদেশী নাগরিক মোহাম্মদ জাবেদ হোসেনকে পুলিশ খুঁজছে। যে কেউ তাকে দেখলে বা তার থাকার জায়গা বা তার বর্তমান অবস্থান জানলে নিকটস্থ থানায় অবহিত করতে বা পুলিশ অপারেশন সেন্টার নম্বর 9999 এ জানাতে বলা হয়েছে।” খবর ওমান টাইমস
জাবেদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার বাসিন্দা। জাবেদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ওমানের ইব্ররি এলাকায় বাংলাদেশী প্রবাসী তার দুই মামাকে জবাই করে খুন ও কয়েকজন ছুরিকাহত করার অভিযোগ ওঠে।