প্রতিনিধি:
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস।
সোমবার (০১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বর্ণাঢ্য র্্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে ভার্চুয়ালে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুনের স্বাগত বক্তব্য ও মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, আমুচিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাব উদ্দিন, মো. আতিকুর রহমান।
এসময় উপজেলার ২৩ জন যুবকদের মাঝে ১১ লক্ষ ২০ হাজার টাকার আত্নকর্মসংস্থান মুলক যুব ঋনের চেক বিতরণ এবং ৩০ জন যুব ও যুব মহিলার মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।