নিজস্ব প্রতিবেদক : ২০০৪ সালের ২১ আগস্ট জাতিকে নেতৃত্ব শুন্য করতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই দিন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো ঘাতকরা।
গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. মোকারমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খোকা, মো. আব্দুর রউফ, যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, শেখ শহিদুল আলম, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, রিদোয়ানুল হক টিপু, মো. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মো. আবুল মোকারম, ইকবাল হোসেন তালুকদার, মো. মোশাররফ, সেকান্দর আলম বাবর, এসএম মিজানুর রহমান, ইসমাইল হোসেন আবু, এসএম কাজেম প্রমুখ।