কালবেলা’র সৌজন্যে

দ্বাদশ সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে মোট ১৪ জন জয়ী হয়েছেন। এর মধ্যে ক্ষুদ্র জাতিসত্তার তিনজন ও ১১ জন হিন্দু সম্প্রদায়ের। জানা যায়, নির্বাচনে নৌকা প্রতীকে ক্ষুদ্র জাতিসত্তার চারজনসহ ২০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের সাতজনসহ মোট আটজন ফেল করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের দুই প্রার্থী পাস করেছেন। বিজয়ীরা হলেন রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), সৌমিত্র পাণ্ডে (কুড়িগ্রাম-৩), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), সৌরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), বীরেন শিকদার (মাগুরা-২), ননি গোপাল মণ্ডল (খুলনা-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), রনজিত চন্দ্র সরকার (সুনামগঞ্জ-১) ও প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭)। স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী  হয়েছেন সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা ও বরিশাল-৪ আসনে পঙ্কজ দেবনাথ। এ ছাড়া ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিদের মধ্যে খাগড়াছড়ি থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি থেকে দীপঙ্কর তালুকদার এবং বান্দরবান থেকে বীর বাহাদুর উ শৈ সিং পাস করেছেন। অন্যদিকে পরাজিত হয়েছেন মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), তুষার কান্তি মণ্ডল (রংপুর-৩), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), কানাই লাল বিশ্বাস (পিরোজপুর-২), অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), মৃণাল কান্তি দাস (মুন্সীগঞ্জ-৩) ও ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধিদের মধ্যে জুয়েল আরেং (ময়মনসিংহ-১)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here