নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন ও ইউপি সদস্য পদে ৭১জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঘোষিত তপসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, আসন্ন কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আজম শেফু, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খোকন, আবু জাফর মোহাম্মদ মুছা, রাজীব চক্রবর্তী ও মো.মালেকুজ্জামান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়া কধুরখীল ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য পদে ৬০জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় গত ৩ সেপ্টেম্বর।
ঘোষিত তপসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।
আরো পড়ুন : কধুরখীল ইউপি নির্বাচনে নৌকার মাঝি শেফু
১১ বছর পর কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা