নগর প্রতিবেদক :

তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৬ জন বোর্ড সদস্য নিয়োগ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ এর যুগ্মসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৫ সেপ্টেম্বর এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম নতুন বোর্ড সদস্যরা হলেন, ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, এবিনিউজ২৪বিডিডটকমের রেসিডেন্ট এডিটর জাহিদুল করিম কচি, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি সৈয়দা জারিনা হোসাইন, স্থপতি ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী।

এর আগে চলতি মাসের ২ সেপ্টেম্বর সিডিএর নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় মন্ত্রণালয়।

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি নতুন বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করে ছিল  গণপূর্ত মন্ত্রণালয়। যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here