ওয়ার্ড কাউন্সিলর হিসেবে চার বছরের সম্মানীর অর্থ জমিয়ে গরিবদের জন্য ১৩ লাখ টাকায় জাপানি অ্যাম্বুলেন্স কিনেছেন মোহাম্মদ জাবেদ। এটি তার নির্বাচনী অঙ্গীকার ছিলো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নগরের পাঠানটুলী ওয়ার্ডে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের  উদ্বোধন  করেন  চট্টগ্রাম সিটি করপোরেশনের  মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াহিদুর রহমান মোহছেনের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সদস্য দোস্ত মোহাম্মদ, রাজনীতিক মো. ইব্রাহীম, ইদ্রিস কাজেমী, শওকত আলী, মোহাম্মদ হাসান, আনোয়ার মাস্টার, লায়ন মো. ইব্রাহীম, আনোয়ার খান, শুক্কুর সওদাগর, সমাজসেবক সেকান্দর মিয়া সর্দার, মাহফুজুর রহমান সর্দার, রাজ্জাক সর্দার,  জাহেদ সর্দার, এরশাদুর রহমান সর্দার, মো. সামসুদ্দিন, মো. নুরুদ্দিন, গোলাম মোহাম্মদ, বিনোদ বিহারী, ফজলুল রব খান, সামসুল হক, মোস্তাফিজুর রহমান মিন্টু, নিয়াজ আহমদ খান, রহিম বাদশা, রিয়াজ আহমদ খান রাজু, ওয়ালিদুল আজিম সোহেল, মো. মনির হোসেন, জাবেদ আলী, আবদুল আহাদ কায়সার, মো. সুমন প্রমুখ।

মেয়র এ কার্যক্রমের জন্য কাউন্সিলর জাবেদকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অনেক কাজই করা সম্ভব। মানবসেবায় এটি একটি দৃষ্টান্ত।

এর দেখাদেখি অন্যরাও এগিয়ে আসবেন বলে মেয়র মন্তব্য করেন।

মেয়র চার বছরে এ এলাকায় ৪০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কদমতলী ফ্লাইওভারের নিচে ৫ ওয়াক্ত নামাজ পড়ার সুবিধার্থে একটি এবাদতখানা তৈরির ঘোষণা দেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here