চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদের সমর্থনে চান্দগাঁওয়ে মানুষের ঢল।
শনিবার (২৮ডিসেম্বর) দুপুর ২টায় মহানগর যুবলীগ নেতা এসরারুল হক এসরালের উদ্যোগে চান্দগাঁওয়ে ছাত্র জনতা এ গণসংযোগে অংশ নেন।
দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন জানান, ছাত্র জনতার গণসংযোগে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে কাছে পেয়ে সবাই রাস্তায় নেমে আসেন। দীর্ঘদিন পর দলের একজন নেতা এই আসনে মনোনয়ন পাওয়ায় এলাকার নেতাকর্মী ও স্থানীয়রা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাদের আবেগের কথা জানান।
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, আগামী নির্বাচন হচ্ছে এলাকার উন্নয়ন এবং চট্টগ্রামের দুঃখ কালুরঘাটে নতুন সেতু বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের কল্যাণে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি নির্বাচিত হলে চট্টগ্রাম-৮ আসনের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে বড় অবদান রাখতে পারব।
এই নির্বাচনে জয়-পরাজয়ের উপর সরকার পরিবর্তন হবে না, তাই রাজনৈতিক বিবেচনা বড় মনে না করে, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি নির্বাচিত হলে সকল শ্রেণীর মানুষ আমার কাছ থেকে সহযোগিতা পাবে। আমি শুধুমাত্র আওয়ামী লীগের এম পি হবো না, গণমানুষের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।