মুহম্মদ হেলাল উদ্দিন
মৃত্যুর চেয়ে অনিন্দ্য সুন্দর আর কিছুই দেখিনা। অকাল মৃত্যু বলতেছেন কেন? সবার মৃত্যুই হয় পূর্ণতার পর।জীবনের সুন্দরতম অর্থই হলো, মৃত্যুর দিকে ধাবমান। মৃত্যুর সুধাপান বড়ই আনন্দের। এখানে নেই ঘৃণা,নেই বিদ্বেষ, নেই কোন বিরোধ। আছে অনাবিল আনন্দ, প্রেম, ভালবাসা আর অনন্তকালে যাত্রা শুরুর এক সীমাহীন আনন্দ। আত্মা অপেক্ষা করতে থাকে তার নিজস্ব এলাকায় হারিয়ে যাওয়ার। দর্শন শাস্ত্রের নীতি “চেতনা বন্ধ হওয়া”র বিষয়ে দ্বি-মত আছে আমার মত অনেকেরই।অনেক মতবাদ মৃত্যুকে “অন্ধকারে নিমজ্জিত হওয়া” বললেও তা একেবারেই অসত্য গল্প। এখানে মৃত্যু পরবর্তী হিসাব নিকাশের প্রমাণ বা অপ্রমাণের বিষয়টি আছেই।চেতনা অনেক বড় ফারাক সৃষ্টি করেছে।চেতনা হারালেই জগৎ বিলীন হতে বাধ্য।বিজ্ঞান বিদ্যায় পারদর্শীরা যদি মনে করেন, মৃত্যর পর আত্মার অস্তিত্ব পাওয়া যাবে না, তাহলে বলতে হবে আপনি বিজ্ঞানের ‘ব’ও জানেন না।আপনিই বলেন, শক্তির বিনাশ নেই। আত্মার চেয়ে বড় শক্তি আর আছে কি? মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সক্রেটিসের আনন্দিত হওয়ার তথ্য আমাদের অবশ্যই জানা আছে। মৃত্যু গভীর স্বপ্ন বিহীন ঘুম। মৃত্যু আসলে বিশেষ কিছুই না। যখন এটি আসে তখন আমরা থাকি না, যখন আসে না, তখন আমরা থাকি। এছাড়া আর কিছু না।
‘এক’ আর ‘একক’ এ শব্দ দু’টির মধ্যে ব্যাপক পার্থক্য আছে। পৃথিবীর এ ক্রান্তিলগ্নে শব্দ দু’টির ব্যাখ্যা করতে মন চাইলেও আশ পাশের লোকজনের ভয়ে পারি না। আসলে আমরা অনেক কিছুই পারি না। ফরজ নামাজ না পড়ে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জানাজার নামাজে শরীক হই। কোনদিন বিচার কার্যক্রমে অংশগ্রহণ না করেই ন্যায় বিচারক বনে যাই। নিজেই নিজের নামের আগে সাবেক সফল……..তকমা লাগাই দিই। প্রত্যাশা মতে চেয়ার না পেলে বলে দিই, আমি আজ থেকে আলাদা, তোমার সাথে নাই। এজন্য আমার নীতি, আদর্শ যেখানে যাবে যাক। সময় সুযোগ বুঝে সেই আমি আবার বলি, আমি সবার জন্য, কোন দলের নই। এটিকে অনেকে নৈতিকতার অভাব বললেও আমি রাজনীতি মনে করি। চাকুরী করি প্রজাতন্ত্রের, তেল মারতেছি অন্যজনের।
-সাবেক ওসি(তদন্ত), বোয়ালখালী থানা।