আলোকিত ডেস্ক: চাকমা ভাষাকে যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর আগে এই প্লাটফর্মে বাংলাদেশ থেকে বাংলাভাষা ছাড়া আর কোনো ভাষা যোগ হয়নি। ফেসবুকে বাংলার পর চাকমা ভাষা হলো বাংলাদেশের দ্বিতীয় ভাষা।
ফেসবুকে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যোগ হওয়ায় বাংলাদেশ, ভারত ও বিশ্বের অন্যান্য দেশের চাকমা উত্তরসূরিরা এই ভাষা ব্যবহার করতে পারবেন। চাকমা ভাষাতেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা তাদের মনোভাব প্রকাশ করতে পারবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকমা ভাষাভাষি হলেন ১০-১৫ লাখ।
ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করার জন্য প্রায় এক যুগ ধরে কাজ করছেন জ্যোতি চাকমা ও তার সহকারী হিসেবে আছেন বিভুতি চাকমা। চাকমা ভাষা যেন যোগ করা হয় সে জন্য তিনি ফেসবুক কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিলেন।