চাঁদের ‘ফার্স্ট লুক’! কোনও ফিল্মের প্রোমোশন নয়, চাঁদের প্রথম ছবি পাঠাল চন্দ্রযান-২। আর তাতেই রীতিমতো উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর টুইটার হ্যান্ডলে চন্দ্রযানের পাঠানো সেই ছবি শেয়ার করা হয়েছে। ফলে চন্দ্রযান নিয়ে কৌতূহল বাড়ছে বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের।
মঙ্গলবারই চাঁদের কক্ষপথে ঢুকেছে চন্দ্রযান-২। আর তার পরের দিন বুধবারই বাজিমাত। চাঁদের ভূপৃষ্ঠের নিখুঁত ছবি তুলে পাঠাল চন্দ্রযান-২। ইসরো জানিয়েছে, চাঁদের মাটির প্রায় ২৬৫০ কিলোমিটার দূর থেকে ২১ অগস্ট ২০১৯ তারিখে ছবিটি তুলেছে চন্দ্রযান-২ এর সঙ্গে থাকা বিক্রম ল্যান্ডারের ক্যামেরা।
সেই ছবি টুইট করে বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযানের পাঠানো ছবিতে চাঁদের ভূপৃষ্ঠে ‘অ্যাপোলো ক্রেটার’-এর উপস্থিতিও বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে ‘মেল ওরিয়েন্টেল’-ও।
ইসরো সূত্রে খবর, চন্দ্রযানে এখনও পর্যন্ত পরিকল্পনা মতো সব কিছুই নিখুঁত ভাবে চলছে। সমস্ত যন্ত্রপাতি এবং প্রযুক্তিও সব ঠিক ভাবে কাজ করছে। এই ভাবে সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-২।