করোনার কাছে হেরে গেলেন বিশিষ্ট চিকিৎসক, প্রবীণ রাজনীতিবিদ,সংগঠক ডাঃ ললিত কুমার দত্ত। রবিবার রাত ১১ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

গত ১০ দিন ধরে তিনি নগরীর ম্যাক্স হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। ১৬ জুন তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়৷

চট্টগ্রামের খ্যাতিমান নাক কান গলা বিশেষজ্ঞ  ডাক্তার ললিত কুমার দত্ত দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন নগরবাসীকে ।

ডাঃ ললিত কুমার দত্তের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার  গহিরায়। স্থায়ীভাবে বসবাস করতেন নগরীর মাদারবাড়িতে। উত্তর কাট্টলিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পারিবারিক সুত্র।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর৷

ললিত কুমার দত্ত একাধারে ছিলেন আওয়ামী লীগ নেতা এবং দক্ষিণ নালাপাড়ার হিন্দু সম্প্রদায়ের অঘোষিত অভিভাবক । বলা চলে তিনি ছিলেন আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক। তার ইশারায় হাজার ভোটের সমীকরন নির্ধারিত হতো ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে।  এরকম একজন জনদরদী অভিজ্ঞ চিকিৎসক হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here