আলোকিত ডেস্ক : বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে ৩দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আগামী ৮ সেপ্টেম্বর রবিবার শুরু হবে।
এতে গাউছিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্হাপনায় মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ মূল্যবান তকরীর পেশ করবেন। ৩দিনব্যাপী সদারত ও মুনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন-এ দরবার পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম:)।
মাহিফলে উপস্থিত থাকবেন আওলাদে চরণদ্বীপি হযরত মাওলানা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম:) ও শাহজাদা শেখ আবু মুহাম্মাদ সানাউল্লাহ ফারুকী (ম:)।
ব্যবস্হাপনা কমিটির পক্ষ থেকে সকল আশেকানে আহলে বায়তে রাসুল (দ:) এর প্রতি ইশকানা দাওয়াত জানানো হয়েছে।