Home ইউনিয়ন চরণদ্বীপে ৩শত পরিবারে খাদ্য সামগ্রী দিলো আল্লামা শাহ অছিয়র রহমান একাডেমি

চরণদ্বীপে ৩শত পরিবারে খাদ্য সামগ্রী দিলো আল্লামা শাহ অছিয়র রহমান একাডেমি

547
0
নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফ কমপ্লেক্সের আওতাধীন আল্লামা শাহ্ অছিয়র রহমান একাডেমির ব্যবস্থাপনায় ৩শত অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার (২৪ এপ্রিল) আল্লামা শাহ্ অছিয়র রহমান একাডেমি পরিচালনা কমিটির সভাপতি ও চরণদ্বীপ দরবারের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ) এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন একাডেমির আজীবন দাতা সদস্য সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ ওসমান খান।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক শাহজাদা আল্লামা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.জি.আ), একাডেমির অধ্যক্ষ ও সচিব শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.জি.আ), সমাজসেবক মুহাম্মদ লোকমান খান, মুহাম্মদ ইদ্রিস খান, মুহাম্মদ সেলিম উদ্দীন, পারভেজ খান, মাওলানা মুনির উদ্দীন মারুফ, মুহাম্মদ কাদের, আহমদ উল্লাহ হৃদয়।

এর আগে গত ৩০ মার্চ ২শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিলো।

দরবারের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.জি.আ) বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। একদিকে যেমন ঘরের বাইরে গিয়ে কাজ করার সুযোগ নেয়, অন্যদিকে তাদের ঘরে নেয় প্রয়োজনীয় খাদ্য। এমতাবস্থায় মানবেতর জীবন যাপন করা এদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের একান্ত প্রয়োজন। তাই জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here