চবি প্রতিনিধি:
বিশিষ্ট চিকিৎসক জিএইচসিআর এর চেয়ারম্যান ডাঃ আশীষ কুমার চৌধুরী রচিত ‘ফর দ্যা রুটস’ শীর্ষক বইয়ের একটি কপি ১৬ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর কাছে হস্তান্তর করেন।
এ সময় চবি মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, ড. জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী এবং মোঃ তাজুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য চিকিৎসা বিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনার জন্য রচয়িতাকে আন্তরিক ধন্যবাদ জানান। গ্রন্থটির বিষয়বস্তু সময়ের চাহিদায় সামঞ্জস্যপূর্ণ এবং পাঠক এতে চিকিৎসা বিষয়ক বহু মানসম্মত তথ্য ও জ্ঞান সম্পর্কে ধারণা পাবেন মর্মে মাননীয় উপাচার্য অভিমত ব্যক্ত করেন।
আরো পড়ুন:
https://alowkitaboalkhali.com/for-the-roots-by-dr-ashish-kumar-chowdhury-mbbs-phd/
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here