চবি প্রতিনিধি » 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বর্তমান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ ১৫ জুন (শনিবার) শেষ হচ্ছে। উপাচার্যের দায়িত্ব নিয়ে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় আগামী রবিবার থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ভারপ্রাপ্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। সেইদিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে এ প্রথম কোনো নারী দায়িত্বে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের ধারাবাহিকতার স্বার্থে ভাইস-চ্যাঞ্চেলর পদে নিয়োগ না হওয়া পর্যন্ত প্রো-ভাইস-চ্যাঞ্চেলর প্রফেসর ড. শিরীণ আখতার ভাইস-চ্যাঞ্চেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।

প্রফেসর ড. শিরীণ আখতার বাংলাদেশ নির্বাচন কমিশন সার্চ কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল) এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বাবা মৃত আফসার কামাল চৌধুরী ছিলেন কক্সবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এস এস সি, ১৯৭৫ সালে চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ এইচএসসি, ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে বি এ (অনার্স), ১৯৮১ সালে একই বিভাগ থেকে এম এ এবং ১৯৯১ সালে বাংলাদেশের তিনজন ঔপন্যাসিক শওকত ওসমান, ওয়ালিউল্লাহ, আবু ইসহাক’ অভিসন্দর্ভের ওপর ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তিনি চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজে ১৯৮৪ থেকে ১৯৯৫ পর্যন্ত প্রভাষক পদে কর্মরত ছিলেন। তিনি পহেলা জানুয়ারি ১৯৯৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। শিরীণ আখতার ১৯ ফেব্রুয়ারি ১৯৯৭ সালে সহকারী অধ্যাপক, ৩০ সেপ্টেম্বর ২০০২ সালে সহযোগী অধ্যাপক এবং ২৫ জানুয়ারি ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

এবি/টিআর১৩-৬-২০১৯

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here