চট্টগ্রাম-৮ (জাতীয় আসন ২৮৫) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহবান জানানো হয়েছে।
দলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর), শুক্রবার (৬ ডিসেম্বর) ও শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
এই সময়ের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ফরম পাওয়া যাবে।
এরপর, শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে একইস্থানে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।