আগামীকাল ১৩ জানুয়ারি প্রয়াত মইনুদ্দীন খান বাদলের শূন্য আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। চট্টগ্রাম-৮ আসনের এই উপ-নির্বাচনে নির্বাচনী নিউজ কাভারেজ না করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ফটো সাংবাদিকরা।
উল্লেখ্য, নির্বাচনে রির্পোটার ও ফটোসাংবাদিকদের পাস দেয়া হলেও মোটারসাইকেলের পাস দেয়া হবে না বলে নির্বাচন অফিস থেকে শনিবার (১১ জানুয়ারি) জানানো হয়েছিল। তবে কেন মোটরসাইকেলের পাস দেয়া হবে না সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
এদিকে মোটরসাইকেলের পাস না দেয়ার খবর শুনে সাংবাদিকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরো চট্টগ্রাম-৮ আসন মোটরসাইকেল ছাড়া কাভারেজ দেয়া সম্ভব হবে কিনা এ নিয়েও চলছে আলোচনা।
জাতীয় নির্বাচনে সাংবাদিকদের জন্য মোটরসাইকেলের পাস দেয়া হয়েছিল। কিন্তু এ উপ-নির্বাচনে হঠাৎ মোটরসাইকেলের পাস দেয়া হবে না নির্বাচন অফিসের এমন তথ্য মানতে পারছেন না সাংবাদিকরা। এদিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে মোটরসাইকেলের পাস না দিলে আজ রবিবার (১২ জানুয়ারি) সাংবাদিকরা নির্বাচন অফিস ঘেরাও করবে বলেও জানা গেছে।