আগামীকাল ১৩ জানুয়ারি প্রয়াত মইনুদ্দীন খান বাদলের শূন্য আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। চট্টগ্রাম-৮ আসনের এই উপ-নির্বাচনে নির্বাচনী নিউজ কাভারেজ জন্য পাস পেতে আবেদন করেও তা দিতে গড়িমসি করা হচ্ছে বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।
বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের বলেন, ‘বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকরা নির্বাচনী পাসের জন্য আবেদন করেও তা মিলছে না। পাস দিতে গড়িমসি করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচনী দায়িত্বরত কর্মকর্তাও কবে দিবেন সেই ব্যাপারে সদুত্তর দিতে পারেননি।’
এসএম মোদ্দাচ্ছের বলেন ‘আমরা এখন (সন্ধ্যা সাড়ে ৭টা) উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে পাসের জন্য অপেক্ষায় রয়েছি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে আগামীকাল নির্বাচনী নিউজ বর্জন করা হবে।’
উল্লেখ্য, নির্বাচনে রির্পোটার ও ফটোসাংবাদিকদের পাস দেয়া হলেও মোটারসাইকেলের পাস দেয়া হবে না বলে নির্বাচন অফিস থেকে শনিবার (১১ জানুয়ারি) জানানো হয়েছিল। তবে কেন মোটরসাইকেলের পাস দেয়া হবে না সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
এদিকে মোটরসাইকেলের পাস না দেয়ার খবর শুনে সাংবাদিকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরো চট্টগ্রাম-৮ আসন মোটরসাইকেল ছাড়া কাভারেজ দেয়া সম্ভব হবে কিনা এ নিয়েও চলছে আলোচনা। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের জন্য মোটরসাইকেলের পাস দেয়া হয়েছিল। কিন্তু এ উপ-নির্বাচনে হঠাৎ মোটরসাইকেলের পাস দেয়া হবে না নির্বাচন অফিসের এমন তথ্য মানতে পারছেন না সাংবাদিকরা। এদিকে অনুষ্ঠিতব্য নির্বাচনে মোটরসাইকেলের পাস না দিলে আজ রবিবার (১২ জানুয়ারি) সাংবাদিকরা নির্বাচন অফিস ঘেরাও করবে বলেও জানা গেছে।