নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনে আসন্ন উপ নির্বাচনে মহাজোট থেকে মনোনয়ন চাইবেন জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম।
গত ৭ নভেম্বর ভারতের ব্যাঙ্গালুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম-৮ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) কার্যকরী কমিটির সভাপতি মঈন উদ্দিন খান বাদল মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য হয়ে পড়ে।
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ হাশেম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৪ সাল থেকে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন এবং ২০০০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
এডভোকেট হাশেম ১৯৬৬ সালে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১৯৬৯ সালে গণ-আন্দোলনে চট্টগ্রামের নেতৃত্ব প্রদান ও ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৩ সাল থেকে জাসদের সাথে যুক্ত হন তিনি।
আবু মোহাম্মদ হাশেম বলেন, ‘এ নির্বাচনী এলাকার গণ মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরতে একজন জনগণের প্রতিনিধির প্রয়োজনীয়তা রয়েছে। তবে সে জনপ্রতিনিধিকে অবশ্যই লোভ লালসা উর্ধ্বে থাকতে হবে।’
১৪দল থেকে মনোনয়ন দিলে চট্টগ্রাম-৮ আসনের আসন্ন নির্বাচনে লড়বেন জানিয়ে এ প্রবীণ জাসদ নেতা বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনের মানুষ শান্তিপ্রিয়, তারা ভালোবাসতে জানে। তাঁদের জনপ্রতিনিধিও তেমন হওয়া চায় যে ভালোবাসতে জানে ও তাঁদের অধিকার আদায়ের কথা ভাববে।’