চট্টগ্রাম ৮ আসনে ১৯৭৩ সালের পর সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।

গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে এ আসন শূন্য ঘোষণা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত উপনির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণের পর প্রাপ্ত ফলাফলে রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার নৌকার টিকিট নিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন জাসদ নেতা মইন উদ্দিন খান বাদল। এর আগের সংসদ নির্বাচনগুলোতে বিএনপি ও জাতীয় পার্টি থেকে অনেকবার এমপি নির্বাচিত হলেও স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন।

চট্টগ্রাম ৮ আসনের মোট ১৭০টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।

এ নির্বাচনে ভোট কাস্টিং হয়েছে ১ লাখ ৮ হাজার ৫৮১টি। এর মধ্যে নৌকা পেয়েছে ৮৭ হাজার ২৪৬ ভোট আর ধানের শীষ পেয়েছে ১৭ হাজার ৯৩৫ ভোট।

মোছলেম উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ধানের শীষের আবু সুফিয়ানের থেকে ৬৯ হাজার ৩১১ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া টেলিভিশন প্রতীক পেয়েছে ১ হাজার ১৮৫ ভোট। কুঁড়েঘর পেয়েছে ৬৫৬, আপেল ৫৬৭ ভোট এবং চেয়ার পেয়েছে ৯৯২ ভোট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here