প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ট্রাইবুনালে শুনানিশেষে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
একজনের ঋণের জিম্মাদার হওয়ায় গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে জিয়াউদ্দিন আহমদ বাবলু’র মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন ফিরে পেতে পরদিন ১৬ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালে আপিল করেন।
জানতে চাইলে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আপিল ট্রাইব্যুনালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। নির্বাচন করতে আমার আর কোন বাধা নেই।’
প্রসঙ্গত, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ঋণ জটিলতায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।
জানতে চাইলে উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র এপিএস সফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালে বাবলু সাহেব তার মনোনয়ন ফিরে পেয়েছেন। একজনের ঋণের জিম্মাদার হওয়ায় গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।’