নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে বোয়ালখালীতে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। ১৩ জানুয়ারি এ আসনের বোয়ালখালী উপজেলার ৬৯টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় ৩প্লাটুন বিজিবি, ৩প্লাটুন র‌্যাব, ১হাজার ১৭৫জন পুলিশ সদস্য ও ৬৯০ জন আনসার সদস্য বোয়ালখালীতে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। এছাড়া ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জানুয়ারি থেকে মাঠে থাকবেন।

নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতিগ্রহণ করেছে। শনিবার বোয়ালখালী উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ‘মক’ ভোটিং অনুষ্ঠিত হয়েছে। এ মক ভোটিংয়ে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনের দিন সোমবার ভোট কেন্দ্রগুলোতে কারিগরি সহায়তা প্রদানের জন্য ২জন করে সেনাবাহিনীর সদস্য উপস্থিত থাকবেন।

বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। গত ২৩ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপরই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রার্থীরা। নির্বাচনে ৬ জন প্রার্থী অংশ গ্রহণ করলেও  প্রতিদ্বন্দ্বিতা হবে মুলত দ্বি-মুখী। এতে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন বিএনপির আবু সুফিয়ান।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। মোট কেন্দ্র রয়েছে ১৮৯টি। এবারই প্রথম এ আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে।

গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here