চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্হার নির্বাচন (২০২১-২০২২) শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম নগরীর সদরঘাটের জুঁই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২৪৬ জন ভোটারের মধ্যে সিল মেরেছেন মাত্র ১৮১ জন ভোটার। ১৬৫ জন ভোটার নির্বাচনে অংশ নেন নি। অর্থাৎ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৬৭ শতাংশ।
নির্বাচনের প্রবীর দত্ত সাজু সভাপতি এবং অসীম চন্দ বাপ্পি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সভাপতি পদে রতন মজুমদার, সহ সাধারণ সম্পাদক (১) পদে নয়ন বিশ্বাস, প্রকল্প বিষয়ক সম্পাদক সত্যজিৎ দে, সাহিত্য ও সাংস্কৃতিক পদে তমাল চক্রবর্তী রুবেল এবং সহ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন দাশ গুপ্ত।
বিনা প্রতিদ্বন্ধিতায় সিনিয়র সহ সভাপতি পদে দোলন মিত্র, সহ সাধারণ সম্পাদক (২) পদে শিবু মজুমদার, সাংগঠনিক সম্পাদক পদে মো. তাজউদ্দিন, অর্থ সম্পাদক পদে ত্রিদীপ দাশ ছোটন, দপ্তর সম্পাদক পদে বাবলু আচার্য রনি এবং কার্যকরি সদস্য পদে কাঞ্চন সুত্রধর ও মান্না দাশ সুমন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন গাজী টিভির চট্টগ্রামের ব্যুরো চীফ অনিন্দ্য টিটো, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জয় প্রকাশ দে এবং নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন লিটন মিত্র।