চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সেক্রেটারী জনাব এডভোকেট এ. এইচ.এম জিয়াউদ্দীন সাহেবের হাতে করোনা মহামারী প্রতিরোধে হিউম্যান ইমিউনিটি সিষ্টেম বুষ্টআপ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বধর্ক হেমিওপ্যাথিক ওষুধ অর্সেনিকাম এ্যালবাম-30 দিলেন হোমিওপ্যাথি ডাক্তার কাজী সাজিয়া আফরিন শাওন। সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৫০ জনের ১ মাসের ওষুধ উপহার স্বরুপ গ্রহণকালে সেক্রেটারী মহোদয় ডা. সাজিয়াকে ধন্যবাদ জানান এবং এইচ. কে. আইটি গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানান। আলাপকালে চলমান করোনা ও বিশ্বের ইতিহাসে নানা রকম মহামারী প্রতিরোধে হোমিওপ্যাথির কার্যকর ভূমিকা তুলে ধরেন ডা. সাজিয়া। গতকাল 16 জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম কোর্ট হিলস্থ বার এসোসিয়েশনের দপ্তরে এ সময় অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন এইচ. কে. আইটি গ্রুপের সি.ই.ও. ছুফি এস. এ. মিডু, এ প্রক্রিয়ার সমন্বয়ক এডভোকেট কাজী শামস উল আরেফিন কায়েস, জেলা বারের আইটি সম্পাদক এডভোকেট ইমরুল হক মেনন, সদস্য এডভোকেট শফিউল আযম বাবর, এডভোকেট মেজবাহ উদ্দীন, এডভোকেট মন্জুরুল আলম এবং পিউ কমিউনিকেশনের সত্বাধিকারী শাহজাদা ছৈয়দ মোঃ সাইফুল আলম নাইডু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here