নগর প্রতিবেদক
.চট্টগ্রামের সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি লেখক-সাংবাদিকদের উৎসাহিত করতে চট্টগ্রাম প্রেস ক্লাবের দু’দিনব্যাপী বই উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ফিতা কেটে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
উদ্বোধনী বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের সপক্ষের একটি প্রতিষ্ঠান। এখানকার ৫২ জন সদস্যের প্রায় কয়েকশত প্রকাশিত বই এখানে স্থান পেয়েছে। ইতোমধ্যে প্রেস ক্লাবের বেশ কয়েকজন সদস্য একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, সিটি কর্পোরেশন পুরস্কারসহ নানা জাতীয় ও স্থানীয় পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁদের সবাইকে তিনি অভিনন্দন জানান।
প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস আরো বলেন, প্রেস ক্লাবের সদস্য যাদের পাণ্ডুলিপি রয়েছে, কিন্তু নানা কারণে বই আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তাঁরা বই প্রকাশের উদ্যোগ নিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে। গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরীর সঞ্চালনায় বই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।