বুধবার বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু সুফিয়ানকে আহ্বায়ক এবং মোস্তাক আহমদ খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
আবু সুফিয়ান বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি। গত সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদীয় আসন থেকে দলের প্রার্থী হয়েছিলেন।
কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ার কথা নিশ্চিত করে আবু সুফিয়ান বলেন, “কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।“
২০০৯ সালে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা বিএনপির কমিটি হয়েছিল। ২০১১ সালে কমিটি পুনর্গঠন করে গাজী শাহজাহান জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়।