চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির ২০২৫–২০২৮ মেয়াদের জন্য নির্বাহী কমিটির নির্বাচনে পদ ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে এস.এম. শওকত হোসেন কমরু, সহসভাপতি পদে শাহজাদা মোহাম্মদ এনায়েত উল্লাহ খান, লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, ড. মোহাম্মদ সানাউল্ল্লাহ, যুগ্ম সমপাদক পদে ডা. পারভেজ ইকবাল শরীফ, এডভোকেট চন্দন কুমার তালুকদার এবং কোষাধ্যক্ষ পদে এএসএম জাফর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১০টি নির্বাহী সদস্য পদে নিজামউদ্দিন মাহমুদ হোসেন, মো. শহীদুল আলম শহীদুল্লাহ, মোহাম্মদ আলী চৌধুরী, সিদ্ধার্থ বড়ুয়া, মেজর (অব.) এমদাদুল ইসলাম, জাহিদুল করিম কচি, ড. মো. মনজুরুল কিবরিয়া, অধ্যাপক সরোয়ার জাহান, মো. হাফিজুর রহমান এবং এডভোকেট কানিজ কাউসার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিমউদ্দীন চৌধুরী চেয়ারম্যান হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। এছাড়া কো চেয়ারম্যান ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং সমিতির জীবন সদস্য ডা. মো. ওমর ফারুক ও মো. আলাউদ্দিন নির্বাচন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here