চট্টগ্রামের সীতাকুণ্ড ও বোয়ালখালী উপজেলায় কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় সিপিবি নেতারা জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার পাক্কা রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হয়। জাতীয় পতাকা ও লাল পতাকা হাতে নিয়ে সিপিবির চট্টগ্রাম জেলা ও সীতাকুণ্ড উপজেলা শাখার নেতাকর্মীরা এতে অংশ নেন।

পদযাত্রা শুরুর আগে পথসভায় সিপিবি নেতারা বলেন, ‘সরকার পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে। ঘুষ-দুর্নীতি, লুটপাট চলছে। বিদ্যুৎ-গ্যাসের বাড়তি দামের বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। জনগণকে দুর্ভোগে রেখে মন্ত্রীরা বড় বড় কথা বলছেন। আমরা মন্ত্রীদের বলতে চাই, লজ্জা-শরম থাকলে এখনই পদত্যাগ করুন।’

সিপিবি, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি জহিরউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, মো. মছিউদদৌলা, মাহবুবুল হক চৌধুরী, মো. জামালউদ্দিন, নুরুচ্ছাফা ভূইয়া এবং আবু তাহের।

এদিকে সিপিবি, বোয়ালখালী উপজেলা শাখার নেতাকর্মীরা উপজেলার দাশের দিঘীর পাড় থেকে পদযাত্রা শুরু করে। কানুনগোপাড়ায় গিয়ে পদযাত্রা শেষে সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা সিপিবির সভাপতি কানাই দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিপিবি নেতা- মোহাম্মদ আলী, নজরুল ইসলাম আজাদ, মো.জামাল আবদুল নাসের, জসিম উদ্দিন, দিদারুল ইসলাম মুকুল, সেহাবউদ্দীন সাইফু, অনুপম বড়ুয়া পারু, পার্থসারথী সিংহ, মৃত্যুঞ্জয় দাশ, মোহাম্মদ শাহজাহান এবং শ্যামল বড়ুয়া।

‘দুঃশাসন হঠাও, অবস্থা বদলাও, বাম বিকল্প গড়ে তোলো’ স্লোগানে সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে সিপিবি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here