যৌতুকের জন্য মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার রায়ে স্বামীকে খালাস দেওয়ার আদেশ শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী। আদালত প্রাঙ্গনেই ওই নারী বিষপান করেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ সেলিনা আক্তারকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিনা আক্তার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকার বক্স আলী সওদাগর বাড়ির মো. জাসেদের স্ত্রী।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, ‘সেলিনা তার স্বামী জাসেদের বিরুদ্ধে যৌতুকের জন্য মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। ওই মামলার রায়ে বিচারক আজ (মঙ্গলবার) তার স্বামীকে খালাস দেন। রায় শুনে ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে টয়লেটের কাছে গিয়ে সেলিনা বিষপান করেন। বিচারক অসুস্থ সেলিনার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বিষপানে অসুস্থ একজন নারীকে আনা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।’

সারাবাংলা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here