চট্টগ্রামে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। নগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে নুর আহমদ সড়কে এ সমাবেশ চলছে।

সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা পর্যায়ে এ ধরণের সমাবেশ আয়োজন করছে দলটি।

আজ শনিবার (২০ জুলাই) দলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী নাসিমন ভবনের সামনে সড়কে বিশাল স্টেজ তৈরী করে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত রয়েছে।

এদিকে সমাবেশ উপলক্ষে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার পেস্টুনসহকারে মিছিল নিয়ে আসতে থাকে।  নগরী ছাড়াও জেলার ১৪ থানা এবং ফেনী কক্সবাজার রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ বিভাগের অন্যন্য জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন বলে বিএরপির নেতারা জানান।

নগরীর কাজীর দেউড়ি থেকে লাভলেইন পর্যন্ত নেতাকর্মীদের ঢল নেমেছে।  সিএনপির এসি ওসিদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।

সমাবেশস্থলে থাকা কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সমাবেশ শুরু হয়েছে একঘন্টা আগে।  কোন ধরণের বিশৃঙ্খলা ঘটেনি।  পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের সভাপত্বিতে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত রয়েছে, বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য  আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, কেন্দ্রিয় নেতা গোলাম আকবর খোন্দকার, জাফরুল ইসলাম চৌধুরী, শফিউল বারী বাবু, আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, চাচিং ফ্লু জেরী, এসএম ফজলুল হক নূরুল আমিন, আবু সুফিয়ানসহ উত্তর দক্ষিণ জেলা ও মহানগরীর নেতারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here