দেশজুড়ে শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) প্রথমদিনে বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার ৩ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী অংশ নেননি। এছাড়া অনুপস্থিতির হার ১ দশমিক শতাংশ বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্র।
শনিবার (২ নভেম্বর) থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৩১টি কেন্দ্রে ১ লাখ ৮৫ হাজার ১১৩ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। প্রথমদিনে অংশ নিয়েছে ১ লাখ ৮১ হাজার ৬৫২ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, প্রথমদিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪৬১ জন। গতবার ছিল ৩ হাজার ১৯৬ জন। বিভিন্ন কারণে অনেকে ড্রপ আউট করেছেন। এটা গ্রামগঞ্জে বেশি হয়। সুনির্দিষ্টভাবে কারণ বলা সম্ভব নয়।
চট্টগ্রাম জেলায় ১ লাখ ২৮ হাজার ২২৩ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২১৭৮ জন। কক্সবাজারে ৩০ হাজার ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬২৭ জন। বান্দরবানে ৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪২ জন অনুপস্থিত ছিল। রাঙামাটি জেলায় ৯ হাজার ৫০৪ জনের মধ্যে ২১৫ জন অনুপস্থিত ছিল। এছাড়া খাগড়াছড়ি জেলায় ১০ হাজার ৭৮৪ জনের মধ্যে ২৯৯ জন অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, এবছর চট্টগ্রামে পরীক্ষাকেন্দ্র আছে ২৩১টি। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১৩৮, কক্সবাজারে ৩৩, রাঙামাটি ২৩, খাগড়াছড়ি ২৩ ও বান্দরবানে ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।