জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২ নভেম্বর)। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৫৫৯ জন, ছাত্রী ১ লাখ ১৬ হাজার ৪২৯ জন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, ২৩১টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র পরিদর্শনে ১০টি পরিদর্শক দল গঠন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর আধাঘন্টা পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

নতুন নিয়মে ৭টি বিষয়ে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। গত বছর থেকে এ নিয়ম চালু হয়। বাকি ৫টি বিষয়ে নিজ প্রতিষ্ঠানের মূল্যায়ন শিক্ষার্থীর নম্বর ফর্দে উল্লেখ থাকবে, যা ফলাফলে প্রভাব ফেলবে না। এর আগে ১২টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হতো।

সংখ্যা হিসেবে এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here