গত কয়েক দিনে ত্রাণের জন্য হয়েছে বিক্ষোভ ও মানববন্ধন। এবার খাবারবাহী একটি পিকআপ লুট করে খাবার নিয়ে গেছে ক্ষুধার্তরা।
জানা যায়, রাষ্ট্রয়ত্ব একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের জন্য পিকআপে করে বিভিন্ন ধরণের খাবার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে ছিল মাছ, গরুর মাংস, চাল, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরনের ফলমূল এবং চাল। গাড়িটি হালিশহর বড়পোল এলাকায় আসলে গাড়ির সামনে এসে আটকে ধরে স্থানীয়রা। তারা দ্রুত গাড়িতে বিভিন্ন সামগ্রী নিয়ে মুহুর্তের মধ্যে উধাও হয়ে যায়।
এদিকে, সড়ক অবরোধের বিষয়ে হালিশহর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, ত্রাণের জন্য সিএনজি চালকরা সড়কে অবস্থান নেয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নেন। পরে আমরা সেখানে গিয়ে তাদের তালিকা করে ত্রাণ সহায়তার জন্য চেষ্টা করবো বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেই।