পটিয়ায় করোনা শনাক্ত হওয়া ৬ বছরের শিশুটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দিবাগতরাত আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ।

তিনি বলেন, গতকাল করোনা শনাক্তের পর রাতে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি করানোর কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়।

নিয়ম অনুযায়ী শিশুটির মরদেহ দাফনের ব্যবস্থা চলছে বলেনও জানান ডা. অসীম কুমার।

এর আগে গতকালের নমুনা পরীক্ষায় শিশুটির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিশুটির বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের কারণে এক বৃদ্ধের মৃত হয়। এ ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বেশ কিছু বাড়ি লকডাউন করা হয়। এছাড়া গতকাল চট্টগ্রামের বিআইটিআইডি তে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন ৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়। বর্তমানে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here