নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্তের খবর দিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সোমবার (৪ মে) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে পরীক্ষা করা নমুনার ফলাফলের সংশোধনী জানান সিভিল সার্জন।

তিনি বলেন, গতকাল রাতে সিভাসু থেকে প্রকাশিত তথ্যের গরমিল ছিল। সংশোধিত তালিকা অনুযায়ী সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তারা সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

এর আগে রোববার রাতে চট্টগ্রামে ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছিলেন সিভিল সার্জন। ফলে ওই পাঁচজনসহ চট্টগ্রামে একদিনে আক্রান্তের সংখ্যা মোট ১৩ জন।

সোমবার প্রকাশিত ৮ জন করোনা রোগীর মধ্যে দামপাড়া পুলিশ লাইনের দুই পুলিশ সদস্য, নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার দুই জন, পাঁচলাইশ এলাকার এক চিকিৎসক, রিয়াজউদ্দীন বাজারের চৈতন্য গলির একজন, সরাইপাড়ার একজন এবং গোসাইলডাঙ্গার একজন রয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here